kalerkantho


গ্যাস থেকে আগুন

সাভারে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৩ নভেম্বর, ২০১৫ ০০:০০সাভার পৌর এলাকার একটি বাসায় ত্রুটিপূর্ণ গ্যাস লাইনে মোমবাতির আগুন লেগে দগ্ধ হয়ে রহিমা বেগম নামের এক বৃদ্ধার সোমবার ভোরে মৃত্যু হয়েছে। সাভার পৌর এলাকার মজিদপুরে ছেলের বাড়িতে বেড়াতে এসে রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনার শিকার হন ওই বৃদ্ধা।

রহিমা বেগমের ছেলে জাহিদুর রহমান জানান, কিশোরগঞ্জ সদরের বৌলাইল গ্রামে তাঁদের বাড়ি। কয়েক মাস আগে জাহিদুর সাভারের মজিদপুর মহল্লার আব্দুল খালেকের মর্জিনা ভিলার একটি কক্ষ ভাড়া নেন। দুই দিন আগে কিশোরগঞ্জ থেকে তাঁর মা ওই বাসায় বেড়াতে আসেন। রবিবার সন্ধ্যায় ওই বৃদ্ধা অন্ধকার টয়লেটে যাওয়ার সময় মোমবাতি জ্বালিয়ে নিয়ে যান। মোমবাতি জ্বালিয়ে টয়লেটে ঢোকার সময় সেখানে গ্যাস সরবরাহ লাইনের লিকেজ থেকে বের হওয়া গ্যাসে অকস্মাৎ আগুন লেগে যায়। ওই আগুন রহিমা বেগমের শরীরে লেগে শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। এ সময় তাঁর আর্তচিৎকারে বাড়ির সদস্যরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে তিনি মারা যান।

 


মন্তব্য