kalerkantho


চার জেলায় সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত ৫, আহত ৭

প্রিয় দেশ ডেস্ক   

৩ নভেম্বর, ২০১৫ ০০:০০সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জের ধামোধরতপি এলাকায় গতকাল সোমবার সকালে লেগুনার চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত লিটন মিয়া ছাতক উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।

সিরাজগঞ্জ : পৌর এলাকার রামগাতীতে গতকাল দুপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আব্দুল আলিম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় জিয়াউর রহমান নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় তিন যাত্রী আহত হয়। গত রবিবার সন্ধ্যায় উপজেলার শান্তিনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী দুই ঘণ্টা ধরে সড়কটি অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বরিশাল : বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ার তালুকদারবাড়ির সামনে গতকাল সকালে বাসের ধাক্কায় ভ্যানের আরোহী হাকিম খান নিহত হয়েছেন। এ সময় ভ্যানটির চালক আহত হন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। একই দিন দুপুরে বরিশাল-গৌরনদী মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. রাসেল নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যানের যাত্রী ও মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হয়।

 


মন্তব্য