kalerkantho

সমন্বয় সভা

শেরপুর প্রতিনিধি   

১ জুলাই, ২০১৫ ০০:০০দুর্নীতিবিরোধী আন্দোলন শক্তিশালী করতে শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় সভা করেছে টিআইবির সহায়তায় পরিচালিত 'সচেতন নাগরিক কমিটি' (সনাক)। গত সোমবার বিকেলে স্থানীয় সনাক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণমাধ্যমকে পরিবর্তনের অন্যতম রূপকার আখ্যায়িত করে গণমাধ্যমকর্মীদের দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম শক্তি ও প্রেরণা বলে অভিহিত করা হয়। সনাকের দুর্নীতিবিরোধী প্রয়াস এবং সাংবাদিকদের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টিআইবির উদ্যোগবিষয়ক কার্যপত্র উপস্থাপন করেন সনাক সদস্য রাধা বিনোদ দে। এ ছাড়া জেন্ডারবিষয়ক উপকমিটির আহ্বায়ক ও সহসভাপতি কোহিনূর রুমা নারীদের জন্য প্রযোজ্য সেবাগুলোর স্বচ্ছতা নিশ্চিতকল্পে গণমাধ্যমের প্রতি প্রত্যাশার বিষয়ে বক্তব্য দেন।

সনাকের নালিতাবাড়ীর সভাপতি সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সনাক সদস্য অধ্যাপক এনায়েত আলী, জোবায়দা খাতুন, এন এম সাদরুল আহসান প্রমুখ।

 মন্তব্য