kalerkantho


রূপগঞ্জে ৬ মাদক কারবারির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১ জুলাই, ২০১৫ ০০:০০রূপগঞ্জে গতকাল মঙ্গলবার ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেন এ আদালত পরিচালনা করেন। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ আলী জানান, গতকাল সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মুড়ুাপাড়া এলাকা থেকে আলিমুদ্দিনের ছেলে হিরন ও সাহাজউদ্দিনের ছেলে জিয়ারুলকে হেরোইনসহ, মাছিমপুর এলাকা থেকে শামসুল হকের ছেলে রাসেল, নজরুলের ছেলে নুরুল ইসলাম, মর্তুজাবাদ থেকে বিল্লালের ছেলে রুবেল ও কাঞ্চন এলাকা থেকে মৃত জলিলের ছেলে মোক্তার হোসেনকে গাঁজাসহ আটক করে। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

 


মন্তব্য