kalerkantho


মেয়র বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি   

১ জুলাই, ২০১৫ ০০:০০সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র-১ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি আমাকে জানানো হয়েছে। গতকাল সকালে এসংক্রান্ত একটি চিঠি কলারোয়া পৌরসভায় এসে পৌঁছেছে।' পৌর সূত্রে জানা গেছে, কলারোয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আকতারুল ইসলামের বিরুদ্ধে কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা করার ঘটনায় মামলা করা হয়।

 মন্তব্য