kalerkantho


মেয়র বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি   

১ জুলাই, ২০১৫ ০০:০০সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র-১ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি আমাকে জানানো হয়েছে।

গতকাল সকালে এসংক্রান্ত একটি চিঠি কলারোয়া পৌরসভায় এসে পৌঁছেছে। ' পৌর সূত্রে জানা গেছে, কলারোয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আকতারুল ইসলামের বিরুদ্ধে কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা করার ঘটনায় মামলা করা হয়।

 


মন্তব্য