kalerkantho


ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসে আইভিএফ গর্ভধারনের সম্ভাবনা বাড়ে

কালের কণ্ঠ অনলাইন   

৩০ জানুয়ারি, ২০১৮ ১৭:২৩ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসে আইভিএফ গর্ভধারনের সম্ভাবনা বাড়ে

যে নারীরা তাজা ফল এবং সবজি, মাছ, অলিভ অয়েল সমৃদ্ধ খাবার খান নিয়মিত তাদের মধ্যে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) এর মাধ্যমে গর্ভধারনের সম্ভাবনা বেড়ে যায়। গতকাল মঙ্গলবার হিউম্যান রিপ্রোডাকশন নামের জার্নালে প্রাকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন গবেষকরা।

গ্রিসের এথেন্সে আইভিএফ এর জন্য তালিকাবদ্ধ হওয়া ২৪৪ জন নারীর ওপর পরিচালিত এক স্টাডিতে দেখা গেছে, ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে যারা ছয় মাস ধরে ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস অনুসরণ করার পর গিয়ে আইভিএফ করান তাদের বাচ্চা স্বাস্থ্যবান হয়।

আরও পড়ুন: শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে নিয়মিত পেঁপে খান

এই গ্রুপের নারীদের সফল গর্ভ ধারন ও সন্তান জন্মদানের সম্ভাবনা থাকে ৬৫-৬৮%। কিন্তু যারা ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস কম অনুসরন করেন তাদের এই সম্ভাবনা আরো কম থাকে।

গ্রিস, ইটালি এবং স্পেনের জনগনের মধ্যে বেশ জনপ্রিয় এই ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাস হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্যও বেশ ভালো বলে কথিত আছে বহুদিন ধরেই।

আরও পড়ুন: যে ৯টি খাবার কাঁচা খেলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে

এই খাদ্যাভ্যাসে অভ্যস্থরা সামান্য পরিমাণে লাল মাংস এবং প্রচুর পরিমাণে ফল, সবজি, ছোলা এবং শিম জাতীয় লেগুমস, অপরিশোধিত সিরিয়েল, মাছ এবং সবজির তেল খান।

গবেষকরা বলেন, এই গবেষণার মূল উদ্দেশ্য হলো যে নারীরা গর্ভধারন করতে চাইছেন তাদেরকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করা।

সূত্র: এএফপিমন্তব্য