kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।

গার্হস্থ্য বিজ্ঞান

পুরো বই পড়বে

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০পুরো বই পড়বে

সৃজনশীল প্রশ্ন : মোট ১৫টি অধ্যায় থেকে ৯টি প্রশ্ন আসবে, ৬টির উত্তর দিতে হবে। যেসব অধ্যায় থেকে গত বছর প্রশ্ন আসেনি, সৃজনশীল প্রশ্নের জন্য সে অধ্যায়গুলো ভালো করে পড়বে।

বইয়ের প্রতিটি ছবি, চার্ট, ছক মনোযোগ দিয়ে দেখবে। এগুলো থেকেও উদ্দীপক থাকে।

বহু নির্বাচনী প্রশ্ন : ৪০টি থাকবে। প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে ২-৩টি প্রশ্ন থাকবে। উদ্দীপকটি ভালো করে পড়বে এবং এর সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করবে। সমস্যা চিহ্নিত করতে পারলে নির্ভুল উত্তর করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।


মন্তব্য