kalerkantho


বিশেষ পরামর্শ

উদ্দীপক বিভিন্নভাবে থাকতে পারে

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০উদ্দীপক বিভিন্নভাবে থাকতে পারে

মো. মুনাব্বির হোসেন, কারিকুলাম বিশেষজ্ঞ, সেসিপ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

অনেক বিষয়ই এখন সৃজনশীল। এ পদ্ধতির সঙ্গে তোমরা পরিচিত। তার পরও কিছু কথা বলা দরকার।

 ♦ প্রশ্নে উদ্দীপক বিভিন্নভাবে দিতে পারে। ঘটনার বিবরণ, কবিতা, বক্তব্য বা প্যারা আকারে যেমন আসতে পারে; ছক-চিত্র হিসেবেও থাকতে পারে। যেভাবেই আসুক, আদতে সেটি কী বা কোন বিষয়বস্তু ইঙ্গিত করছে, তা আগে বোঝো। নিশ্চয়ই তা পাঠ্য বইয়ের বাইরের কোনো বিষয়কে ইঙ্গিত করছে না। তাই যা-ই আসুক, খেয়াল করো বইয়ের কোন অধ্যায়ের কোন বিষয়টি ইঙ্গিত করছে। তা বুঝতে পারলে উত্তর করা সহজ হবে।

♦    প্রতিটি সৃজনশীল প্রশ্নে (লিখিত অংশ) চারটি অংশ থাকে—ক, খ, গ, ঘ। ‘ক’ হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, ‘খ’ অনুধাবনমূলক, ‘গ’ প্রয়োগমূলক ও ‘ঘ’ উচ্চতর দক্ষতামূলক। গ ও ঘ অংশের প্রশ্নের উত্তরে শেষদিকে আলাদা প্যারায় উপসংহারমূলক কথা লিখবে। ক ও খ অংশের উত্তরে উদ্দীপকের প্রসঙ্গ টানতে হয় না, যা চাওয়া হয় শুধু তা-ই লিখতে হয়।

♦    প্রশ্নের ক, খ, গ ও ঘ অংশের মান যথাক্রমে ১, ২, ৩ ও ৪। অর্থাৎ মোট ১০।

♦    বহু নির্বাচনী প্রশ্নেও উদ্দীপক থাকে। কোনো বিষয়বস্তুকে ইঙ্গিত করে প্যারা, কবিতা, ছক কিংবা ছবি থাকতে পারে।


মন্তব্য