kalerkantho


ভুল সবই ভুল

শুধু পৃথিবীতেই পানি আছে

২৩ জুন, ২০১৮ ০০:০০শুধু পৃথিবীতেই পানি আছে

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

 

সাইফাই মুভিগুলোতে মাঝেমধ্যেই ভিনগ্রহবাসীদের দেখা যায় পানির খোঁজে পৃথিবীতে হানা দিতে। বিজ্ঞানীরা ব্যাপারটায় নির্মাতাদের ওপর বিরক্ত। কারণ সূর্যের আকর্ষণ (অভিকর্ষ বল) ছাড়ানো তাদের (অ্যালিয়েন) জন্য একদমই সহজ হবে না, পৃথিবীতে পৌঁছানো তো দূরের কথা। তাই ভাবেন, কিভাবে এগুলো তাঁদের (নির্মাতাদের) মাথায় আসে? আর বিজ্ঞানীরা তো এত দিনে জেনেই ফেলেছেন পানি মঙ্গলেও আছে। যদিও মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি জোরালো নয় বলে তার অনেকটাই শূন্যে ভাসে বা হারায়। এরপর জুপিটারের চাঁদ ইউরোপায় মহাসাগর (বরফের নিচে) থাকার কথা বলছেন বিজ্ঞানীরা। সারা পৃথিবীতে যত পানি, তার দ্বিগুণ পানি থাকবে এতে। আর শনির বলয়গুলো তো পাথরের মতো শক্ত বরফ দিয়েই তৈরি। তবে এ বরফ খুব বেশি পানি ধরে না। যতটা ধরে তাকে পৃথিবীবাসী পানি বলেই গুনবে না। তবে বিজ্ঞানীরা বলছেন, এর মধ্যেও প্রাণের বিকাশ ঘটতে পারে। অ্যান্টার্কটিকায় এর প্রমাণও পাওয়া গেছে। আর আমাদের সৌরজগতের বাইরেও জগৎ আছে। লাখো-কোটি গ্রহের কথা বলেন বিজ্ঞানীরা।  সেখানকার পানি বা বরফের কথা জানতে আমাদের আরো সময় লাগবে।মন্তব্য