kalerkantho


ভুল সবই ভুল

সব তারাই শেষে কৃষ্ণগহ্বর হয়

২ জুন, ২০১৮ ০০:০০সব তারাই শেষে কৃষ্ণগহ্বর হয়

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

 

না, সব তারা শেষমেশ ব্ল্যাকহোল হয় না। আমাদের সূর্যই যেমন হবে না। শেষে সাদা বামন হবে সূর্য। অজস্র আলোর ফুলকি ঝরিয়ে কার্বন-অক্সিজেন কেন্দ্রভাগটিই অবশিষ্ট থাকে শ্বেত বামনের। সূর্যের চেয়ে তিন গুণ বেশি ভরের বা ১০ গুণ বেশি আয়তনের তারাগুলো ব্ল্যাকহোল হয় (ভর ব্যাপারটিই বেশি গুরুত্বপূর্ণ)। এমন ভরের তারাগুলো ভেতরে ভেতরে প্রচণ্ড ফুটতে থাকে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন বিক্রিয়ায়। শেষদিকে মহাকর্ষীয় বলকে আর ঠেকিয়ে রাখতে পারে না। কেন্দ্রেই বেশির ভাগ ভর সংকুচিত হয় আর গ্যাসীয় বাতাবরণটি ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে পুরো ছায়াপথটিকেই উজ্জ্বল দেখায়। বস্তুত ভরের ওপরই নির্ভর করে তারাটি ব্ল্যাকহোল হবে কি না। অধিক ভরের তারারই শুধু নিজের ভেতর ডুবে যাওয়ার মানে কেন্দ্রে ঘনীভূত হওয়ার সুযোগ থাকে। তাই বিজ্ঞানীরা বলছেন, অল্প কিছু তারাই ব্ল্যাকহোলে পরিণত হতে পারে।

 মন্তব্য