kalerkantho


ভুল সবই ভুল

নাক ঘষে চুম্বন করে এস্কিমোরা

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

১০ মার্চ, ২০১৮ ০০:০০নাক ঘষে চুম্বন করে এস্কিমোরা

আসলে এটা এস্কিমোদের মানুষ চেনার রীতি

ভুলটা নাকি ফ্লাহার্টিই করেছিলেন। ১৯২২ সালে তাঁর প্রামাণ্যচিত্র নানুক অব দ্য নর্থ রিলিজ হয়। ছবিটি রবার্ট জে ফ্লাহার্টি বানিয়েছিলেন কানাডার এস্কিমোদের (ইনুইট জনগোষ্ঠী) নিয়ে। দীর্ঘদিন ইনুইটদের সঙ্গে থেকে বরফের মধ্যে মাছ ধরা, থাকা, খাওয়া, শিকার ইত্যাদি করেছেন। একদিন তিনি এক ইনুইট মাকে তাঁর বাচ্চার নাকে নাক ঘষতে দেখেন। ছবিটির ধারাবর্ণনায় তিনি বলেন, এমন দৃশ্যকে আমি কি নাক চুম্বন বলতে পারি না? কোনো স্থির সিদ্ধান্তে না পৌঁছাতে পেরে তিনি বিষয়টিকে এস্কিমো কিস বলেই ফেলেন। ব্যস, তারপর নাকে নাক ঘষা লোকের কাছে এস্কিমো কিস।

আসলে কিন্তু এটা এস্কিমোদের মানুষ চেনার রীতি। এমনও ঘন কালো দিন যায় উত্তরে, যে কিছুই ঠাহর করা যায় না। তাই কেউ এলে তার যতটা নিকটবর্তী হওয়া যায়, ততটাই নিকটবর্তী হয় এস্কিমো মানুষ। গন্ধ নেয়। গন্ধ দিয়ে চেনার চেষ্টা করে। তারা যে নাকে নাক ঘষে, ব্যাপারটি তেমনও নয়। আসলে চেনার জন্য নিকটবর্তী হওয়াটাই ব্যাপার।মন্তব্য