এখন মেয়েটি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে ওদের গ্রামের একটি কলেজে। আমি এই মেয়েটাকে ভালোবাসি। সে আর দশজনের চেয়ে আলাদা। সে আমার সাথে দামি কোনো রেস্টুরেন্টে যেতে চায় না কিংবা কোনো পার্কের নির্জন জায়গায় গিয়ে বসাটাও তার পছন্দ না। সে আজ অবধি আমার কাছে কোনো আবদার করেনি কিংবা কোনো গিফট চায়নি।
খুবই সাধারণ একটা মেয়ে সে। গান গাইতে পারে না, আবৃত্তিও করতে জানে না, সে আমার জন্য ভালোবাসার কবিতা লিখতে পারে না। কিন্তু আমি এই মেয়েটাকে ভালোবাসি। সে আল্লাদি টাইপের মেয়ে না। অন্যদের কাছে তাকে বোরিং লাগতে পারে। কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি তার সবকিছু ভালোবাসি। তার গালে টোল পড়ে না, কিন্তু সে যখন হাসে আমার কাছে মনে হয় এটাই বুঝি পৃথিবীর সেরা দৃশ্য। আমি তোমার অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব।
আরিফুল ইসলাম আশির
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের