kalerkantho


ভুল সবই ভুল

সিন্ডারেলার জুতাগুলো কাচের

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০সিন্ডারেলার জুতাগুলো কাচের

কাচের হিল পরে নাচা শুধু অসম্ভব নয়, ঝুঁকিপূর্ণও বটে

খুবই নিরীহ একটি বিষয়; কিন্তু ইংল্যান্ডের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্ররা খতিয়ে দেখতে চাইলেন। তাঁদের শিক্ষক অধ্যাপক মারভিন রয় বললেন, ‘মন দিয়ে খোঁজো কাচের তৈরি হিল জুতায় কি নাচা বা দৌড়ানো সম্ভব? সিনেমায় তো এটা দেখানো হচ্ছে।’ ছাত্ররা খুঁজে পেতে জানালেন, কাচের হিল জুতা পরে শুধু স্থির দাঁড়িয়ে থাকা সম্ভব। আরো জানালেন, কাচের হিল পরে নাচা শুধু অসম্ভব নয়, ঝুঁকিপূর্ণও বটে। তাঁরা আরো পরিষ্কার করলেন ব্যাপারটি, হিলের উচ্চতা যদি ১.১৫ সেন্টিমিটার হয়, তবে কিছু চক্কর মারাও যেতে পারে; কিন্তু সিন্ডারেলার হিলের উচ্চতা দেখানো হয়েছে এক ইঞ্চির (১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার) চেয়েও বেশি। অথচ আসল রূপকথার (নবম শতকে অন্তত ৫০০ রকমে বলা হয়েছে) কোনোটিতেই কিন্তু জুতা জোড়া কাচের তৈরি বলা হয়নি। কোথাও তা সোনার তৈরি, কোথাও বা রুপার তৈরি বলা হয়েছে। তাহলে কাচের জুতার কথা এলো কোত্থেকে। গবেষকরা ১৬৯৭ সালে ফিরে যেতে চান। শার্ল পেরো রূপকথাটির যে ফরাসি ভাষ্য প্রকাশ করেছিলেন, তাতে কাচের জুতার কথা পাওয়া যাচ্ছে। আর সেটাই ছড়াতে ছড়াতে এত দূর। অথচ জুতা জোড়ার ভূমিকা এ রূপকথায় অনেক। মধ্যরাতে সিন্ডারেলা যখন নাচঘর ছেড়ে পালায়, তখন একটি জুতা খুলে পড়েছিল। আর সেটির কারণেই পরে আবার রাজপুত্রের সঙ্গে তাঁর মিলন হয় আর তাঁরা সুখে দিনযাপন করতে থাকেন।মন্তব্য