kalerkantho


ভুল সবই ভুল

যাহা ইংল্যান্ড তাহাই ইউকে আর সেটাই গ্রেট ব্রিটেন

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

৪ নভেম্বর, ২০১৭ ০০:০০যাহা ইংল্যান্ড তাহাই ইউকে আর সেটাই গ্রেট ব্রিটেন

লন্ডন কিন্তু পুরো ইউকেরই রাজধানী। ইংল্যান্ডেরও

আসলে কিন্তু প্রতিটিরই রাজনৈতিক ও ভৌগোলিক স্বাতন্ত্র্য আছে। অথচ ইউকের জায়গায় ইংল্যান্ড লেখা বা ইংল্যান্ডের ক্ষেত্রে গ্রেট ব্রিটেন লেখা হয়ে যায় হামেশাই। তবে এগুলোর সবটিকে একত্রে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলার চল আছে। গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড এবং ছয় হাজার দ্বীপ নিয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। সব মিলিয়ে আয়তন এক লখ ২১ হাজার ৬৮৪ বর্গমাইল আর লোকসংখ্যা ৬৭ মিলিয়ন। এর মধ্যে শুধু গ্রেট ব্রিটেনের আয়তন সাড়ে ৮৮ হাজার বর্গমাইল আর এখানেই বাস করে ৬০.৮ মিলিয়ন মানুষ। গ্রেট ব্রিটেনের মধ্যে আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলশ। গ্রেট ব্রিটেনের সবচেয়ে বড় দেশ ইংল্যান্ড যার আয়তন ৫০ হাজার বর্গমাইলের বেশি। আবার ইউকে বা ইউনাইটেড কিংডমের মধ্যে পুরো গ্রেট ব্রিটেন ছাড়াও আছে নর্দার্ন আয়ারল্যান্ড। নামের মধ্যেই কিন্তু ইউকের পরিচয় আছে। পুরোটা পড়ুন—ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। ফারাকটা দেখুন—ইংল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলশের সবাইকে ব্রিটিশ বলা হয় কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডের লোকদের বলা হয় আইরিশ। আর ইংলিশ বলা হয় শুধু ইংল্যান্ডের লোকদের। অন্য কাউকেই ইংলিশ বলা হয় না। তবে লন্ডন কিন্তু পুরো ইউকেরই রাজধানী। ইংল্যান্ডেরও।মন্তব্য