kalerkantho


ভুল সবই ভুল

জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট

সবাই সত্যি জানে এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

২৮ অক্টোবর, ২০১৭ ০০:০০জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট

পেইটন র‌্যান্ডলফ

আসলে কিন্তু পেইটন র‌্যান্ডলফ আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। তবে তখন আমেরিকার নাম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ছিল না। বলা হতো ইউনাইটেড কলোনিজ অব আমেরিকা। ঘটনাটি ১৭৭৪ সালের। সেপ্টেম্বর মাসে ফিলাডেলফিয়ায় প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দলবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। সেপ্টেম্বরের ৫ তারিখে র‌্যান্ডলফকে কংগ্রেসের প্রেসিডেন্ট বানানো হয়। তিনি অসুস্থতার কারণে বেশি দিন অবশ্য প্রেসিডেন্ট থাকতে পারেননি। হেনরি মিডলটন তাঁর স্থলাভিষিক্ত হন। পরে আবার মিডলটনের স্থলাভিষিক্ত হন জন হ্যানকক। হ্যানকক বলিষ্ঠ ও দক্ষ লোক ছিলেন। তিনি প্রেসিডেন্ট থাকাকালেই ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স (৪ জুলাই ১৭৭৬) স্বাক্ষরিত হয়। দুই বছর কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে ১৯৭৭ সালের অক্টোবরে ম্যাসাচুসেটস ফেরেন হ্যানকক। কন্টিনেন্টাল কংগ্রেস ১৭৭৫ সালে জর্জ ওয়াশিংটনকে কন্টিনেন্টাল আর্মির কমান্ডার ইন চিফ নিয়োগ দেয়। ১৭৭৬ সালেই তিনি ব্রিটিশ আর্মিকে বস্টন থেকে তাড়ান। ১৭৮৩ সালে বিজয় নিশ্চিত হলে জর্জ ওয়াশিংটন কমান্ডার ইন চিফ পদ থেকে অব্যাহতি নেন। উল্লেখ্য, ১৭৭৭ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত আমেরিকা চালিয়েছে আর্টিকেলস অব কনফেডারেশনের মাধ্যমে গঠিত সরকারব্যবস্থা। জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হন ১৭৮৯ সালে। ছিলেন ১৭৯৯ পর্যন্ত। আরো উল্লেখ্য, কংগ্রেস প্রতিষ্ঠার আগে উত্তর আমেরিকার পূর্ব উপকূলের ১৩টি কলোনি ব্রিটিশরাজের নিয়ন্ত্রণে আলাদা আলাদা রাজ্য ছিল। আমেরিকা ব্রিটেনের উপনিবেশ হয় ১৬০৭ সালে।  

জর্জ ওয়াশিংটনমন্তব্য