kalerkantho


ভুল সবই ভুল

প্রথম গৃহপালিত প্রাণী কুকুর

সবাই সত্যি জানে, এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে, সেগুলো মিথ্যা। লিখছেন আসমা নুসরাত

১১ মার্চ, ২০১৭ ০০:০০প্রথম গৃহপালিত প্রাণী কুকুর

মঙ্গোলীয়রা বল্গাহরিণ বাগে এনেছিল ১৪ হাজার বছর আগে

কুকুর প্রভুভক্ত। শিকারে সঙ্গ দেয়—এমন অনেক কথা আপনা থেকেই কুকুরের সাক্ষ্য দিচ্ছিল। প্রত্নতাত্ত্বিকরাও সায় দিয়েছিলেন। কারণ ১৩ হাজার বছর আগের পুরনো কঙ্কাল পাওয়া গেছে। কেউ কেউ তো সময়টা আরো পিছিয়ে ৩০ হাজার বছর আগে নিয়ে গেছেন। পশ্চিম রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যেখানে সীমান্ত, সেখানটায় খোঁড়াখুঁড়ি করে কুকুরের কঙ্কাল মিলেছে। কিন্তু পরে গবেষকরা দ্বিধায় পড়েছেন জেনে, সেগুলো নেকড়েরও হতে পারে। হাল আমলের একটি অনুসন্ধান কুকুরকে নিশ্চিত হারিয়ে দিয়েছে। গবেষকরা ১৪ হাজার বছর আগের গৃহস্থ বল্গাহরিণের সন্ধান পেয়েছেন। তাই কুকুর হেরে গেছে এক হাজার বছরের হিসাবে। এখন গবেষকরা বলছেন কুকুর নয়, বল্গাহরিণই (রেইনডিয়ার) প্রথম গৃহস্থালি প্রাণী। কৃতিত্বটা মঙ্গোলীয়দের। তারা বল্গাহরিণকে বাগে এনেছিল। বল্গাহরিণ থেকে তারা দুধ, ফার ইত্যাদি আহরণ করত। প্রথম গৃহপালিত প্রাণী হিসেবে ঘোড়ার নামও আনতে চেয়েছিলেন অনেকে। কিন্তু  সাম্প্রতিক এক গবেষণা বলছে ঘোড়া গৃহস্থের সঙ্গী হয়েছে খ্রিস্টপূর্ব তিন হাজার ৫০০ বছর আগে। ছাগল, ভেড়া আর শূকরকেও অনেকে প্রথম হওয়ার কৃতিত্ব দিতে চেয়েছেন, কিন্তু বল্গাহরিণ সবাইকে হারিয়ে এক নম্বরে প্রেজেন্ট স্যার বলছে এখন।মন্তব্য