kalerkantho

ছবি মেলা

আলোকচিত্রের বড় আসর ছবিমেলা
নবম আসর চলছে এখন ঢাকায়
এবারের অবসরের সবটাজুড়ে থাকছে ছবিমেলা

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ছবি মেলা

বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের ক্যামেরা। সাইদা খানম পেয়েছেন ছবিমেলার আজীবন সম্মাননা। ছবিটি তুলেছেন লুৎফর রহমান

একনজরে ছবিমেলা ৯

►  তারিখ : ৩ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০১৭

►  অংশগ্রহণকারী দেশ :

  আলজেরিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, ইরান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। 

►  শিল্পী : ২৭ জন (বিদেশি ২২ জন)।

►  ফেলো : ১০ জন (বাংলাদেশ)। 

►  কিউরেটর : চারজন।

►  অতিথি কিউরেটর : দুজন।

►  প্রদর্শনস্থল : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি (বাফা), বিউটি বোর্ডিং, নর্থব্রুক হল মিলনায়তন (ফরাশগঞ্জ)।

►  সময় : প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা।

►  আজীবন সম্মাননা: সাইদা খানম ও নাসির আলী মামুন।

 

উল্লেখযোগ্য প্রদর্শনী

শিল্পকলা একাডেমি

►  ইন্টারোগেশন। ডোনাল্ড ওয়েবার। কানাডা।

►  হাউ টু ডিসঅ্যাপিয়ার। বরিস এলডাগসন। জার্মানি। 

►  কানুস গান্ধী। কানু গান্ধী। ভারত।

►  দ্য পোয়েট উইথ দ্য ক্যামেরা। নাসির আলী মামুন। বাংলাদেশ

►  ইউনাইটেড আর্মি। নাইম মোহাইমেন। বাংলাদেশ।

►  ওপেন উন্ড। স্ট্যানলি গ্রিন। যুক্তরাষ্ট্র।

►  ব্লু স্কাই ডেইজ। থমাস ভন। বেলজিয়াম।

►  বসন্ত ঋতু। অর্পিতা শাহ। ভারত।

 

বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)

►  ইরান, আনটাইটেল্ড। গহর দাশতি। ইরান।

►  নেটিভ ওম্যান অব সাউথ ইন্ডিয়া: ম্যানারস অ্যান্ড কাস্টমস। ভারত।

 

নর্থব্রুক হল মিলনায়তন

►  স্টারডাস্ট। দেবাশিস চক্রবর্তী। বাংলাদেশ।

►  ডিসিটফুল রেভারেন্স। ইগর পিসুক। পোল্যান্ড।মন্তব্য