kalerkantho


নিউ ইয়র্কে ‘আন্ডার দ্য ব্লু রুফ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক   

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০২:৫৪নিউ ইয়র্কে ‘আন্ডার দ্য ব্লু রুফ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রবাসী বাংলাদেশিদের কবিতার ইংরেজি অনুবাদ নিয়ে সম্প্রতি ‘আন্ডার দ্য ব্লু রুফ’ নামের একটি বই প্রকাশিত হয়েছে। গত রবিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছে বইটির প্রকাশনা অনুষ্ঠান।

কাব্যগ্রন্থের সম্পাদক কাজী জহিরুল ইসলাম জানান, ‘অ্যান্থলজিটি ঊনবাঙাল’ নামের একটি সংগঠন ৩৫০টি কবিতা নিয়ে ৫৫৪ পৃষ্ঠার বইটি অ্যামাজনে প্রকাশ করেছে। এই উদ্যোগের পরবর্তী সংস্করণ আসছে আগামী ডিসেম্বরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, লেখক ও সাংবাদিক মনজুর আহমেদ, সমাজসেবক মোহাম্মদ এন মজুমদার, অভিনেত্রী রেখা আহমেদ, নজরুল একাডেমির সভাপতি সৈয়দ টিপু সুলতান, লেখক ও সাংবাদিক আহমেদ মূসা, ভাষা আন্দোলন গবেষক ওবায়দুল্লাহ মামুন, কবি শাহ আলম দুলাল, রুমা দিলরুবা আলম, কবি ও শিল্পী আহমেদ জামিল প্রমুখ।মন্তব্য