kalerkantho


আমিরাতে মঙ্গলবার ঈদ ও ঈদের জামাতের সময়সূচি

এম. আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি   

২০ আগস্ট, ২০১৮ ২৩:৫৪আমিরাতে মঙ্গলবার ঈদ ও ঈদের জামাতের সময়সূচি

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার (২১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।  আমিরাতের সাতটি প্রদেশ জুড়ে  প্রধান প্রধান ঈদ জামাতসহ সবগুলো ঈদের জামাত সকাল ৬.০৮ মিনিট হতে ৬.২১ মিনিটের মধ্যে আমিরাত জুড়ে মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে।

ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বড় বড় ঈদগাহ ও মসজিদগুলোতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

আমিরাতের বিভিন্ন প্রদেশ ও সিটির ঈদ জামাতের সময়সূচি :

আবুধাবী ৬.১৬ মিনিটে, দুবাই ৬.১২ মিনিটে, শারজা ৬.১১ মিনিটে, রাস আল খাইমা ৬.০৮ মিনিটে, ফজিরা ৬.০৮ মিনিটে, উম্মে আল কোয়েইন ৬.১১ মিনিটে, আজমান ৬.১১ মিনিটে, আল আইন ৬.১১ মিনিটে, আল দাফরাহ ৬.২১ মিনিটে অনুষ্ঠিত হবে।

আমিরাতে অবস্থানরত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরাও ঈদের নামাজ পড়ে একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এবং নিজ নিজ সামর্থ্য অনুসারে পশু কোরবানি করবেন অনেকেই। আমিরাত জুড়ে প্রবাসী ও প্রবাসী ছেলেমেয়েরা দেশের মতো নানা পরিকল্পনা ও আয়োজন নিয়ে ঈদ উদযাপন করবেন। ঈদ নিয়ে প্রবাসী সংগঠনগুলো নানা আয়োজন মেতে উঠবেন।

উল্লেখ্য যে,  আমিরাতে সরকারি অফিসগুলোতে গত ১৭ হতে ২৫ আগস্ট ৯ দিন এবং বেসরকারি অফিসগুলোতে ২০ হতে ২২ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।মন্তব্য