kalerkantho


সিডনি ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক   

১৫ আগস্ট, ২০১৮ ১৯:৫৯সিডনি ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি

অস্ট্রেলিয়ার সিডনি ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রবাসী বাঙালিরা। বুধবার বঙ্গবন্ধুর ৪৩তম অস্ট্রেলিয়ায় আওয়ামী লীগ নেতারা সকালেই ছুটে আসেন সেখানে। সর্বস্তরের বাংলাদেশিরাও শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর স্মরণে আলেচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে। 

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত বছর ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটি স্থাপন করা হয়। ভাস্কর্যটির নির্মাতা চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর চঞ্চল কর্মকার ও রনি। বাংলাদেশের আইন ও বিচার বিভাগ কর্তৃক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনাপত্তি গ্রহণক্রমে ভাস্কর্যটি ঢাকা থেকে তৈরি করে সিডনিতে পাঠানো হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাস্কর্য স্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ:সত্মন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ‘অধ:স্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প অনুমোদন করার পর  আইন ও বিচার বিভাগের সাথে সিডনী ওয়েস্টার্ন ইউনিভার্সিটির  একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় গত বছর। বাংলাদেশের অধ:স্তন আদালতের বিচারকদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে প্রশিক্ষণরত বিচারকরাও বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি জানান।

আইন ও বিচার বিভাগের পক্ষে যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক বিকাশ কুমার সাহা ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য স্থাপনের  প্রসত্মাব করেন। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক শান্তি এবং বৈশ্বিক পররাষ্ট্রনীতিসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বনেতা হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি সম্মান জানানোর লক্ষে ও তাঁর স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সানন্দে প্রস্তাবটি গ্রহণ করে। এরপর ভাস্কর্যটি স্থাপন করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিকাশ কুমার সাহা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি কালের কণ্ঠকে টেলিফোনে গতকাল জানান, ‘সর্বস্তরের বাঙালি ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।  ভোর হতেই সিডনির ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে হাজির হবে সবাই। তিনি বলেন, বিশ্বে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এ দেশের মানুষেরও বঙ্গবন্ধুকে নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।’মন্তব্য