kalerkantho


আবুধাবিতে ব্যবসায়ীদের মতবিনিময়ে ভিসা খোলার দাবি

আমিরাত প্রতিনিধি   

৬ আগস্ট, ২০১৮ ০১:৩৯আবুধাবিতে ব্যবসায়ীদের মতবিনিময়ে ভিসা খোলার দাবি

সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ৬ বছর ধরে দেশীয় ভিসা বন্ধ থাকা সত্ত্বেও হাতে গোনা যে কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করে যাচ্ছে তাদের মধ্যে আবু আল গ্রুপ অন্যতম। এ গ্রুপের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান স্কাই ব্লু হাইপার মার্কেটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার এক আলোচনা সভা ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা মোচ্ছাফ্ফার ৩৮ নম্বরে অনুষ্ঠিত হয়। যাতে স্থানীয় আমিরাতী ব্যবসায়ীরাও অংশ গ্রহণ করেন।

আবু আল গ্রুপের চেয়ারম্যান আবু আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বানিয়াছ যুবলীগের সভাপতি সাইদ আহমদ সাইদ। এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আমিরাতী মোহাম্মদ বাকিত আল মিনআলী, জায়েদ আলী মোহাম্মদ হাসান, আবু আল গ্রুপের ম্যানেজার আহমদ মারুফ ব্যবসায়ী শাহ আহমদ, সুমন আহমদ, নুরুল ইসলাম, শাহান মজুমদার প্রমুখ।

আমিরাতে ভিসা বন্ধ থাকাতে ব্যবসা প্রতিষ্ঠান চালানো যেমন কঠিন হচ্ছে তেমনি ভিন্ন দেশি শ্রমিকদের দিয়ে দেশীয় ব্যবসা চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে। তাই ভিসা খোলা বা আভ্যন্তরীণ ভিসা পরির্বতনের সুযোগ দাবি করেন আবু আল গ্রুপের চেয়ারম্যান আবু রশীদ।

স্থানীয় আমিরাতী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাকিত আল মিনআলী ও জায়েদ আলী মোহাম্মদ হাসান আমিরাতে ব্যবসা বাণিজ্য ও কাজ কর্মে বাংলাদেশিরা অনেক উদার বলে উল্লেখ করেন। তারা বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মীদের ভুয়সী প্রশংসা করেন।মন্তব্য