kalerkantho


আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

আমিরাত প্রতিনিধি   

৩০ জুন, ২০১৮ ১৭:০৪আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

সংযুক্ত আরব আমিরাতের দ্বিধা বিভক্ত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সকল সদস্যদের মাঝে ঐক্য গড়ার লক্ষ্যে সভা করেছে আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীরা। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শারজাহস্থ রেডিসন ব্লু হোটেল বলরুমে আমিরাতের আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দুবাই বিজনেস কাউন্সিলের সহ সভাপতি আইয়ুব আলী বাবুল। এ সময়ে কমিউনিটি নেতা হাজী শরাফত আলী, আবুল বাশার ও মোস্তাফা মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবছার তৈয়বীর কুরআন তেলোয়াত ও স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর বক্তব্য রাখেন প্রসাসের সাবেক সভাপতি ফারুক মোহাম্মদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হকসহ অনেকে। 

সভায়  উপস্থিত সকল সাংবাদিকের বক্তব্যের ভিত্তিতে এবং সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) গঠনকল্পে আগের সকল কমিটি বিলুপ্ত করে প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল আবছার তৈয়বীকে আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। এ কমিটিকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্রের খসড়া এবং পেশাদার সাংবাদিকদের নিয়ে ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশনা দেয়া হয়। সেই সঙ্গে আগামী ২৭ জুলাই প্রবাসী সাংবাদিক সমিতির নির্বাচন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে বলা উহয়েছে।মন্তব্য