kalerkantho


ব্রিটেনে ঈদুল ফিতর উদযাপিত

জুয়েল রাজ, লন্ডন থেকে    

১৫ জুন, ২০১৮ ১৮:১৩ব্রিটেনে ঈদুল ফিতর উদযাপিত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ব্রিটেনজুড়ে উদযাপিত হয়েছে মুসলামানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ব্রিটেনে শত শত মসজিদে একাদিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারের ঈদে আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি জামাতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। গত কয়েক বছরের ন্যায় এবারো একাধিক স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ।

ব্রিটেনে বহুজাতিক সমাজ ব্যবস্থায় বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষকে এক কাতারে ঈদের নামাজ আদায় করতে দেখে গেছে।

এদিকে, বাংলাদেশি অধ্যুষিত লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে বিশাল ঈদের  জামাত। এতে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বাসিন্দাদের সঙ্গে  ঈদের কুশল বিনিময় করতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশি কাউন্সিলররা।

পূর্ব লন্ডনের স্থানীয় সব গুলো মসজিদে একাধিক ঈদের জামাত হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের আগমণ বাড়তে থাকে। তখন রাস্তায় বেশ যানজট সৃষ্টি হয়। বাংলাদেশ হাই কমিশনার নাজমুল কাওনাইন ব্রিকলেন জামে মসজিদে  ঈদের জামাতে অংশ নেন।

এদিকে, পূর্ব লন্ডনের রেড ব্রিজের ভ্যালেন্স পার্কেও খোলা মাঠে বিশাল ঈদের জামাত অনুষ্টিত হয়েছে।জামাতগুলোতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি, ঐক্য ও ব্রিটেন প্রবাসী মুসলিম সম্প্রদায়ের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মন্তব্য