kalerkantho


আমিরাতে প্রজন্ম বঙ্গবন্ধু'র উপদেষ্টা কমিটি গঠিত

আমিরাত প্রতিনিধি    

১২ জুন, ২০১৮ ১২:৪৬আমিরাতে প্রজন্ম বঙ্গবন্ধু'র উপদেষ্টা কমিটি গঠিত

প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির কার্যকরী সংসদ ও সাধারণ সদস্যবৃন্দের সম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

গত ৮ জুন আবুধাবির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলাম উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন। আবুধাবি জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিবুল হক খন্দকারকে উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান করা হয়।

কমিটিতে ড. রায়হান জামিল, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, অধ্যাপক এস এম আবু তাহের, প্রবাসী মুক্তিযোদ্ধা জাকের হোসেন ও এস এম কামাল হোসেনকে সদস্য  হিসেবে  রাখা হয়। এ কমিটি সংগঠনের কাযক্রমকে আরো গতিশীল করবে বলে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন। মন্তব্য