kalerkantho


সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শরিয়তপুরের পদ্মার দক্ষিণে বেড়িবাঁধের দাবি ইতালিতে

জাকির হোসেন সুমন, ইতালি    

৩ মে, ২০১৮ ১০:২২শরিয়তপুরের পদ্মার দক্ষিণে বেড়িবাঁধের দাবি ইতালিতে

শরীয়তপুরের পদ্মা নদীর দক্ষিণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইতালিতে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি আবুল কাসেম সিকদার।

আকবর হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম, বাংলাদেশ সমিতির সেক্রেটারি জব্বার মাঝি, ঢাকা সমিতির সভাপতি আব্দুল নাসির, ওমর ফারুক নিনি এবং বিএনপি নেতা শমসের আকবর পলাশ।

প্রধান বক্তা ছিলেন সহ-সভাপতি কিশোর খন্দকার, বিশেষ বক্তা ছিলেন সমাজ সেবক রোমান মাল। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছি মুরাদ ঢালী, মহসিন ছৈয়াল, এস এম এ হাকিম লাকুরিয়া, বি এম মিঠু, বাহার ঢালী প্রমুখ।মন্তব্য