kalerkantho


আবুধাবি দূতাবাসে মুজিবনগর দিবস উদযাপিত

আমিরাত প্রতিনিধি   

১৯ এপ্রিল, ২০১৮ ০৪:৫৩আবুধাবি দূতাবাসে মুজিবনগর দিবস উদযাপিত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মঙ্গলবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় দূতাবাস মিলনায়তনে রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে এবং কনসুলার শহীদুজ্জামান ফারুকীর পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ ফরহাদ হোসেনের কোরআন তেলোয়াতের মাধ্যমে সূচীত আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাস মিনিস্টার ইকবাল হোসেন খান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস কনসুলার শহীদুজ্জামান ফারুকী, মুক্তিযু্দ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বানী পাঠ করেন লেবার সচীব ড. মোকসেদ আলী। মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান কাপ্টেন এ বি তাজুল ইসলামের বানী পাঠ করেন দূতাবাস সচীব রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের ম্যানেজার আবদুর রাজ্জাক মোল্লা, শওকত আকবর, অধ্যাপক রায়হান জামিল, বশীর ভূইয়া, আশীষ বড়ুয়া, আইয়ুব খান, নুর আলম মানিক, মাহবুব আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও চারনেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাতসহ দেশ জাতি ‍ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।মন্তব্য