kalerkantho


আবুধাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আ. লীগের অভিষেক অনুষ্ঠান

এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি   

১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ২৩:১৬আবুধাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আ. লীগের অভিষেক অনুষ্ঠান

ছবি: কালের কণ্ঠ

সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ আবু ধাবীর অভিষেক অনুষ্ঠান  আবুধাবীর একটি হোটেলে গতকাল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর।

অন্যান্যদের মধ্যে প্রকৌশলী আশিষ বড়ুয়া, মঈনুদ্দিন, আবছার হিরা, লায়ন নজরুল, আহাম্মদ আলী (জাহাঙ্গীর), বেলায়েত হোসেন হিরু, মফিজুর রহমান, দেলোওয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রবাসীদের নানা অবদানের কথা উল্লেখ করে বলেন, প্রবাসীরা দেশকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। ভবিষ্যতে উন্নয়নের  এ ধারা অব্যাহত রাখতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে-বিদেশে একযোগে কাজ করার আহবান জানান।মন্তব্য