kalerkantho


লন্ডন দূতাবাসে হামলার ঘটনায় সাউথ জার্সি আ.লীগের প্রতিবাদ সভা

সাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি   

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ২২:৩২লন্ডন দূতাবাসে হামলার ঘটনায় সাউথ জার্সি আ.লীগের প্রতিবাদ সভা

ছবি : কালের কণ্ঠ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষাণার আগের দিন বিএনপির নেতাকর্মীরা যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবন ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সি মেট্টো আওয়ামী লীগ। স্থানীয় সময় বৃহস্পতিবার আটলান্টিক সিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় দূতাবাসে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়।

সাউথ জার্সি মেট্টো আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দোলা ভুইয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীনের সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যারা এমন সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা বাংলাদেশের শত্রু। এ হামলায় প্রমান করেছে বিএনপি শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও একটি সন্ত্রাসী দল। বক্তারা বলেন, ক্ষমতায় আসার জন্য যারা দেশের সম্পদ বিনষ্ট করতে পারে ক্ষমতায় গেলে তারা নিজেদের স্বার্থে দেশকে বিক্রিও করে দিতে পারে। সন্ত্রাস দুর্নীতির আখড়া হচ্ছে বিএনপির নামক সংগঠনটি। চিহ্নিত এইসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।

বক্তারা আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে যারা মর্যাদা দিতে জানেন না তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। বক্তারা সাউথ জার্সি মেট্টো আওয়ামী লীগের সকল স্টেট আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর পরিবার, দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি পলাশ চৌধুরী, সফিক রহমান, অজয় চক্রবর্তী, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল আজাদ মিটু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার, দপ্তর সম্পাদক রুবায়েত, সদস্য মুন্নি, সুকলা, সুলতানা, মুনি, রোজিনা, সেলিনা, নার্গিস, বিলকিস, মারুফা আক্তার, ডালিয়া, মিদুল, সূজন প্রমুখ।মন্তব্য