kalerkantho


আমিরাতের দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

আমিরাত প্রতিনিধি   

২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:২৮আমিরাতের দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটো স্কুলে গতকাল বৃহস্পতিবার হতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। দেশের সময়ের সাথে মিল রেখে আমিরাতের স্থানীয় সময় সকাল আটটা হতে পরীক্ষা শুরু হয়।

আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের তত্বাবধায়নে আবুধাবী বাংলাদেশ ইসলামিযা স্কুলে মোট ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এদের মধ্যে ১০ জন ছাত্র ও ২৫ জন ছাত্রী। সবাই বিজ্ঞান বিভাগের ইংরেজী মিড়িয়ামে পরীক্ষা দিচ্ছেন।

অপরদিকে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের তত্ত্ববধায়নে রাস আল খাইমাস্থ বাংলাদেশ স্কুলে মোট ১৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এদের মধ্যে ৫জন ছাত্র ও ১৩ জন ছাত্রী। কমার্সে ৭ জন আর বিজ্ঞান বিভাগে ১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সবাই ইংরেজী মিড়িয়ামে পরীক্ষা দিচ্ছেন।

 মন্তব্য