kalerkantho


আলোচিত ‘ভুয়া খবরের’ জন্য ট্রাম্পের পুরস্কার ঘোষণা!

সাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০১৮ ২৩:০০আলোচিত ‘ভুয়া খবরের’ জন্য ট্রাম্পের পুরস্কার ঘোষণা!

গত বছরে প্রকাশিত সব ‘ভুয়া খবরের’ জন্য পুরস্কার দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশ্বসেরা সংবাদমাধ্যমগুলোয় তাঁকে নিয়ে প্রকাশিত 'ভুয়া খবর'-এর জন্য সবচেয়ে অসৎ এবং দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যম হিসেবে ‘ফেক নিউজ এওয়ার্ড-২০১৭' পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

গত বুধবার ট্রাম্প তার টুইটার আইডি থেকে ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড’ বিজেতাদের নাম ঘোষণা করেন। ১০ পুরস্কার বিজয়ীর একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি। ওই তালিকায় নিজ দল রিপাবলিকান পার্টির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ট্রাম্প তার টুইটে সেই ওয়েবসাইটের লিংকটি শেয়ার করেছেন।

সংবাদমাধ্যমগুলোকে আক্রমণের নিশানা করে ট্রাম্পের ৮ জানুয়ারিতেই এ অ্যাওয়ার্ড ঘোষণার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৭ জানুয়ারি করা হয় বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা।

ট্রাম্পের দেয়া তালিকার প্রথমে আছেন প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য নিউইয়র্ক টাইমস’। সেখানে নিয়মিত কলাম লেখক নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ পল ক্রুগমানকেও ট্রাম্প রেখেছেন শীর্ষে। দ্বিতীয় স্থানে এবিসি নিউজ এবং এরপর যথাক্রমে সিএনএন, ওয়াশিংটন পোস্ট, টাইম ম্যাগাজিন ও নিউজ উইকের নাম।

রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে বলা হয়েছে, '২০১৭ সালজুড়ে পক্ষপাতমূলক, অসততাপূর্ণ এবং পুরোপুরি ভুয়া খবর প্রচার হয়েছে। খবরা-খবরগুলো খতিয়ে দেখা গেছে, গণমাধ্যমগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে যেসব সংবাদ প্রচার করেছে তার ৯০ শতাংশই ছিল নেতিবাচক।'

এবিসি নিউজের সাংবাদিক ব্রায়ান রসের করা একটি ভুয়া খবরেরও উল্লেখ রয়েছে তালিকায়। ওই বিস্ফোরক খবরটি ছিল ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে। এতে বলা হয়েছিল, ফ্লিনকে ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। খবরটি প্রকাশিত হওয়ার পর সাংবাদিক রসকে সেটি ‘শুধরে’ নিতে বাধ্য করা হয় এবং কাজ থেকে চার সপ্তাহের জন্য সাসপেন্ডও করা হয়। তবে ‘ফেক নিউজ এওয়ার্ড-২০১৭' পুরস্কার ঘোষণায় যুক্তরাষ্ট্রব্যাপী বিভিন্ন গণমাধ্যমে বেশ সাড়া ফেলছে এবং আলোচনার খোরাক হয়েছে।মন্তব্য