kalerkantho


গৃহকর্মীকে বিদায় দেওয়ার সময় সৌদি পরিবারের চোখে পানি!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ১৯:১৩গৃহকর্মীকে বিদায় দেওয়ার সময় সৌদি পরিবারের চোখে পানি!

সামাজিক গণমাধ্যমে একটি ভিডিও ধীরে ধীরে নজর কাড়ছে। যাতে এক সৌদি পরিবার কীভাবে তাদের ৩৩ বছরের পুরোনো গৃহকর্মীকে বিমান বন্দরে বিদায় দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছে।

খালিদ আল জায়দান নামের এক সৌদি সাংবাদিক ভিডিওটি টুইটারে শেয়ার করেন। ভিডিওতে ওই পরিবারের তিন প্রজন্মের সদস্যরা জড়ো হয়ে ওই গৃহকর্মীকে কান্নাভেজা চোখে কীভাবে বিদায় জানাচ্ছিল সে দৃশ্য রয়েছে।

হুইলচেয়ারে বসা ওই বৃদ্ধা গৃহকর্মীও তার সৌদি পরিবারকে ছেড়ে আসার কষ্টে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি ওই পরিবারের মেয়ে, তাদের সন্তান এবং তাদের সন্তানদের সন্তানদেরকে লালন-পালন করেছেন।মন্তব্য