সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বিজয়ের ৪৬ বছর উপলক্ষে ৪৬টি গান ও কবিতা দিয়ে বিজয়ের অনুষ্ঠানের আয়োজন করে সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখা।
গত শনিবার রাতে শারজাহর একটি হোটেলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের গান কবিতা পরিবেশন করেন প্রবাসী সংস্কৃতিকর্মীরা। সংগঠনের সভাপতি গুলশান আরার সভাপতিত্বে গান কবিতা পরিবেশন করেন টুম্পা, মাসুম, কাইসার, পাভেলসহ আরো অনেকে।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভাপতির বক্তব্যে গুলশান আরা বলেন, 'আমাদের মহান মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী যেমন লড়েছেন, তেমনি লড়েছেন দেশের আপামর জনতা। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাক হানাদাররা ভেবেছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেবে। কিন্তু তারা জানে না একটি আলো থেকে হাজার আলো জ্বলে।' তিনি মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বদেশের স্বাধীনতার কবি উল্লেখ করেন তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের