kalerkantho


আবুধাবীতে প্রবাসী শ্রমিকদের ঈদে মিলাদুন্নবী উদযাপন

এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি   

৩০ নভেম্বর, ২০১৭ ২৩:১৫আবুধাবীতে প্রবাসী শ্রমিকদের ঈদে মিলাদুন্নবী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর ফোলকোরা কোম্পানীর প্রবাসী শ্রমিকদের উদ্যোগে কোম্পানীর মোচ্ছা্ফ্পার কাম্পে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন করা হযেছে। 

গতকাল বুধবার কোম্পানীর প্রবাসী শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এই মিলাদুন্নবী (সা:) মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানীর স্টোর ও মেটেরিয়াল ম্যানেজার মোহা্ম্মদ ইসমাইল। অনুষ্ঠান পরিচালনা করেন মোহা্ম্মদ ওমর ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন, মৌলানা আকতার রাজা।

বক্তব্য রাখেন মৌলানা সাহাবুদ্দিন, ফুরকান উদ্দিন জুয়েল, মৌলানা আবদুর রহমান, ইফতেখার আলম, সাইদুল ইসলাম বাদল, কপিল উদ্দিন, ইমদাদুল ইসলাম, মো. ফারুক প্রমুখ।

বক্তারা বলেন,  ইসলামের সকল খুশীর মুলেই রয়েছে মহানবী সা: এর শুভ আগমনের দিন তথা মিলাদুন্নবী এর দিন। মহানবী সাঃ দুনিয়াতে না আসলে কোন ঈদই হত না, দুনিয়াই সৃষ্টি হত না। তাই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সা:। তারা আরো বলেন, মহানবী সা: এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই বর্তমান অশান্ত বিশ্বে শান্তি আনা সম্ভব।

অনুষ্ঠানে মিলাদ কিয়াম মোনাজাত শেষে উপস্থিত বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারতীয় ‍ও পাকিস্তানি প্রবাসীদের মাঝে তবরুক বিতরণ করা হয়।মন্তব্য