kalerkantho


আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাতীয় দিবসের ছুটি শুরু

এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি   

৩০ নভেম্বর, ২০১৭ ১৯:২১আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাতীয় দিবসের ছুটি শুরু

সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবার থেকে ঈদে মিলাদুন্নবী (সা:), শহীদ দিবস ও জাতীয় দিবসের ছুটি শুরু হয়েছে।

২রা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৪৬তম জাতীয় দিবস এবং ১ ডিসেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন ও ৩০ নভেম্বর শহীদ দিবস উপলক্ষে বেসরকারি খাতে বৃহস্পতি, শুক্র ও শনিবার তিনদিন এবং সরকারি খাতে বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ও সরকারি খাতে বৃহস্পতিবার ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে।

দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:), শহীদ দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা সুযোগ সুবিধাসহ জমকালো কর্মসূচী ও অনুষ্ঠান মালার ঘোষণা করা হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, অফিস, দোকানপাট, গাড়িসহ সাজানো হয়েছে বর্ণিল সাজে। চারিদিকে উৎসবের আমেজ চলছে। দেশটিতে অবস্থানরত দেশীয় প্রবাসী ও প্রবাসী সংগঠনগুলো নানা কর্মসূচী ও অনুষ্ঠানমালার মাধ্যমে দিনগুলো উদযাপন করছেন।

জাতীয় ছুটি উপলক্ষে বৃহস্পতি, শুক্র, শনি, ও রবিবার পর্যন্ত আমিরাতের আবুধাবী, দুবাই ও শারজাহর গাড়ির পে পার্কিংগুলো এ চারদিন ফ্রি থাকবে।মন্তব্য