kalerkantho


রোহিঙ্গা ইস্যুতে ইউরোপিয়ান কমিশন অভিমুখে রোডমার্চ

আবু তাহির, প্যারিস    

২৮ নভেম্বর, ২০১৭ ১৯:৪০রোহিঙ্গা ইস্যুতে ইউরোপিয়ান কমিশন অভিমুখে রোডমার্চ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে ব্রাসেলস ইউরোপিয়ান কমিশন অভিমুখে রোডমার্চ করেছে ইউরোপের সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসিয়েশন (ইপিবিএ)।

স্থানীয় সময় সোমবার সকালে প্যারিস থেকে ব্রাসেলসের উদ্দেশে যাত্রা শুরু করে রোডমার্চ। পরে তা ব্রাসেলসে অবস্থিত ইউরোপিয়ান কমিশনের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান, কেন্দ্রীয় সহসভাপতি মোতালেব খান, ইপিবিএ সহ কোষাধ্যক্ষ অজয় দাস, কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেন সাইফুল, তথ্য সম্পাদক সামসুল ইসলাম, সহসমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজি,  ইপিবিএ ফ্রান্সের সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, কোষাধ্যক্ষ  বাসুদেব বণিক, প্রচার সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদক সুমা দাসসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, শুধুমাত্র কথায় নয় বাস্তবে রোহিঙ্গাদের পূর্ণ অধিকার দিয়ে অবিলম্বে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।  সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত অংশগ্রহণের ওপর জোর দিয়ে তারা বলেন, বাংলাদেশের পক্ষে তাদের ভরণ পোষণ সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এ ক্ষেত্রে ভূমিকা পালন না করে, তাহলে অগ্রগতি অর্জন সম্ভব হবে নয়। মন্তব্য