kalerkantho


বাংলাদেশে লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: দীপু মনি

নিউ ইয়র্ক প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৭ ২১:২১বাংলাদেশে লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: দীপু মনি

'দেশে লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার' গত বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত মেয়ে ও ছেলেদের উপর সহিংসতার চক্র ভাঙতে সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক এক সাইড লাইন ইভেন্টে একথা বলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।

উল্লেখ্য, জাতিসংঘের কমিশন অন দ্যা স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর চলতি ৬১তম সেশনের অংশ হিসেবে এই সাইড লাইন বৈঠক আয়োজন করে আইপিইউ। সরকারের সকল পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করার পাশাপাশি দীপু মনি এ সভায় নারী ও শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকারের আইনগত পদক্ষেপ তুলে ধরেন। 

দীপু মনি সিএসডব্লিউ'র ৬১তম সেশনে আইপিইউ'র বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছেন। ডেলিগেশনের অন্যান্য সদস্য হচ্ছেন, আব্দুল লতিফ এমপি ও সায়রা মহসিন এমপি। বাংলাদেশ প্রতিনিধিদল উপরিউক্ত সাইড ইভেন্ট ছাড়াও 'রাইজিং এক্সট্রিমিজম, ম্যাক্রো-ইকোনমিক পলিসিজ্ এ্যান্ড দ্যা রিলিভেন্স অব জেন্ডার অ্যানালাইসিস', 'ইকুয়ালিটি ইন পলিটিক্স: অ্যানাদার ফিফটি ইয়ারস্ টু রিচ ৫০-৫০?', 'জেন্ডার ইক্যুয়ালিটি ইন ন্যাশনাল ল'জ' এবং 'ভায়োলেন্স এগেনিস্ট উইমেন ইন পলিটিক্স: নেম ইট, ইনভেস্টিগেট ইট, এলিমিনেট ইট' নামক সাইড ইভেন্টগুলোতেও অংশগ্রহণ করেন।মন্তব্য