kalerkantho


রোমে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ইতালি প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৭ ২৩:০৫রোমে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

রোমে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করেছেন দ্বিতীয় সচিব ইরিন জুলি। প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন দুতাবাসের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম এবং রাষ্ট্রপতির বানী পাঠ করেন ইকোনোমিক কাউন্সিলর ডঃ মোহাম্মদ মফিজুর রহমান।

রাষ্ট্রদুত মোঃ সোবহান সিকদার তার দীর্ঘ বক্তৃতায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা কে এম লোকমান হোসেন, জি এম কিবরিয়া, আলী আহাম্মেদ ঢালী, হাসান ইকবাল, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, রউফ ফকির, আতিয়ার রসুল কিটন, সোয়েব দেওয়ান ও আবু তাহের প্রমুখ। শেষে দোয়া মোনাজাত ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করানো হয়।মন্তব্য