kalerkantho


দুবাই প্রযুক্তি সপ্তাহে আট বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

এম আবদুল মন্নান, সংযুক্ত আরব আমিরাত    

২০ অক্টোবর, ২০১৬ ১৪:১২দুবাই প্রযুক্তি সপ্তাহে আট বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রযুক্তি ইভেন্ট (জিআইটিইএক্স) প্রযুক্তি সপ্তাহ। গত ১৬ অক্টোবর শুরু হ্ওয়া এ প্রযুক্তি সপ্তাহ ২০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে আট আটটি প্রতিষ্ঠান। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রযুক্তি সপ্তাহের পর্দা নামছে আজ।

বিশ্বের নামিদামি প্রযুক্তি কম্পানির সঙ্গে এ প্রযু্ক্তি সপ্তাহে বাংলাদেশ থেকে অংশ নেওয়া  প্রতিষ্ঠানগুলোর কয়েকটি হলো ইপিবি, 'কোড নাইট সলিউশানস', 'জেনুইটি সিস্টেমস লিমিটেড', 'রিকার্শান টেকনোলজিস লিমিটেড', 'রিভ সিস্টেমস লিমিটেড', 'ফ্রি সফটওয়ার সলিউশানস', 'এক্সপোর্ট প্রোমোশান ব্যুরো ইত্যাদি। প্রযুক্তি মেলায় প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার দর্শকের মধ্যে বাংলাদেশি প্রযুক্তিপ্রেমীরাও ভিড় জমান।

 


মন্তব্য