kalerkantho


আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এম আবদুল মন্নান, সংযুক্ত আরব আমিরাত   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১২



আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি খ্যাত আল আইনে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ আলী আকবর (বাদশাহ) নামে এক বাংলাদেশি মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আল- দুবাই রোড়ের আল হায়ার  নামক স্থানে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মৃত্যু বরণ করেন।

তিনি আল  আইন সিটি থেকে সকাল নয়টায় নিজের গাড়ীতে ব্যবসায়িক কাজে দুবাই যাচ্ছিলেন। দুর্ঘটনা স্থল হতে তার লাশ উদ্ধার করে আল আইন হাসপাতালে নিয়ে আসা হয়। তার লাশ এখন আল আইন হাসপাতাল মর্গে আছে।  
নিহত আকবরের প্রতিবেশী আল আইন প্রবাসী মুহাম্মদ সরওয়ার উদ্দিন রনি জানান, নিহত আলী আকবর চট্টগ্রাম মীরসরাই সদরের ০৯ নম্বর ওয়ার্ডের তারাকাটি গ্রামের মরহুম মাহমুদুল হক এর দ্বিতীয় ছেলে।
সদ্য বিবাহিত আকবর আল আইনে সিটিতে ব্যবসা করেন। তিনি দীর্ঘ ১২ বছরের অধিক আল আইনে আছেন।


মন্তব্য