kalerkantho


ওবামা ও কেরির ঈদুল আজহার শুভেচ্ছা

সাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:৩৮ওবামা ও কেরির ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় ওবামা বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে আমি এবং মিশেল সারাবিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে হজযাত্রীদের অভিনন্দন জানাই, যারা তাদের বিশ্বাসের অন্যতম ভিত্তি লালন করতে হজ পালন করেছেন।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমরা সারাবিশ্বের মুসলিম সমাজকে জানাই শান্তিপূর্ণ ও আনন্দঘন ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক!’  
শুভেচ্ছা বার্তায় জন কেরি বলেন ‘ঈদুল আজহা হলো একটি বিশেষ মুহূর্ত, যা সব বিশ্বাসের মধ্যে সেবা, নিঃস্বার্থপরায়ণতা এবং দাতব্য সেবার মূল্যবোধ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমি সব মুসলমানকে একটি সুন্দর ও আনন্দপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপনের আশাবাদ ব্যক্ত করছি। ঈদ মোবারক!’


মন্তব্য