kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


আমিরাতে জমজমাট কোরবানির পশুর বাজার

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২০আমিরাতে জমজমাট কোরবানির পশুর বাজার

আগামীকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। আর ঈদকে সামনে রেখে এখানে জমে উঠেছে গরু-ছাগলের বাজার গুলো।

স্থানীয় আরবীয়রা পশু কোরবানি নিয়ে তেমন একটা মাতামাতি না করলেও এখানকার গবাদি পশুর বাজার গুলোতে প্রবাসী বাংলাদেশীদের গরু ছাগল কেনার আগ্রহের কমতি নেই।

এখানে গরু কোরবানিতে বাঙ্গালিরাই এগিয়ে। তাই এখানাকার আবুধাবী, দুবাই, শারজাহ্ এবং আমিরাতের বৃহত্তর গবাদি পশুর বাজার আল-আইনেও বাংলাদেশী প্রবাসী ক্রেতাদের ভীড় চোখে পড়ার মত।

আমিরাতের বিভিন্ন প্রদেশ হতে প্রবাসী বাংলাদেশীরা আল-আইনে ছুটে আসেন গরু কেনার জন্য। কারন এখানে দাম তুলনা মূলক সস্তা। এখানকার বিক্রেতারা বেশীরভাগ পাকিস্তানী হলেও ক্রেতারা অধিকাংশ বাংলাদেশী।

স্হানীয় আরবী ও এখানকার প্রবাসী আরবীরা বড়জোর একটা বা দুইটা ছাগল বা ভেড়া কোরবানি করেন। আর প্রবাসী ইন্ডিয়ানী, পাকিস্তানী এবং মিশরীরাও বেশীর ভাগ ছাগল,  ভেড়া ও দুম্বা কোরবানি দেয়।


মন্তব্য