kalerkantho

সোমবার । ২০ ফেব্রুয়ারি ২০১৭ । ৮ ফাল্গুন ১৪২৩। ২২ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে ৬৮২ কয়েদির মুক্তি

এম আবদুল মন্নান, সংযুক্ত আরব আমিরাত    

৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৪ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে ৬৮২ কয়েদির মুক্তি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারের ৬৮২ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত কয়েদিদের অধিকাংশই আমিরাতি। গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট বিভাগ থেকে সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আমিরাতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৬৮২ কয়েদির মধ্যে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ৪৪২ জনকে, শারজাহ শাসক ও আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি ১৩০ জনকে এবং  আজমানের শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ হুমাইদ বিন রশিদ আল নুইমি ১১০ জন বন্দিকে মুক্তির আদেশ দেন।

মুক্তি পাওয়া কয়েদিরা তাদের জেল অভিজ্ঞতা থেকে তাদের নতুন জীবন শুরু করার এবং সুনাগরিক হিসেবে তাদের পরিবার পরিজন ও সম্প্রদায়ের কাছে ফিরে যাবার জন্য তাদের মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, প্রতিবছর দুই ঈদ ও ২ ডিসেম্বর আমিরাতের জাতীয় দিবসে আমিরাতের প্রেসিডেন্ট ও আমিরাতের বিভিন্ন প্রদেশের শাসকরা বিশেষ বিবেচনায় জেলে বন্দি থাকা কয়েদীকে আগাম মুক্তি দেন।


মন্তব্য