kalerkantho


দুবাইয়ে সোনা কিনে সোনা জিতলেন বাংলাদেশি বাদশা

এম আবদুল মন্নান, সংযুক্ত আরব আমিরাত    

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৪দুবাইয়ে সোনা কিনে সোনা জিতলেন বাংলাদেশি বাদশা

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সোনা কিনে ১২৫ গ্রাম সোনা  জিতেছেন মুহাম্মদ সুমন বাদশাহ নামে এক প্রবাসী বাংলাদেশি। চট্টগ্রাম ফটিকছড়ি থানার অধিবাসী বাদশা দুবাইয়ের ড্রাগন মার্কেটের একজন ক্ষুদ্র ব্যবাসায়ী।

সুমন বাদশাহ দুবাই কারামা সেন্টারের স্কাই জুয়েলার্স থেকে ৯৫০ দিরহামের সোনা  কিনে লটারির কুপণ পান। ওই লটারির ড্রতে তিনি ১২৫ গ্রাম সোনা জিতে নেন।
গত রবিবার স্কাই জুয়েলার্স কর্তৃপক্ষ তাঁকে এ পুরস্কার তুলে  দেন।

পুরস্কার পেয়ে বাদশা বলেন, "প্রবাসে এ ধরনের অর্জন সত্যিই আনন্দের।"  উল্লেখ্য, গত মাসের তৃতীয় সপ্তাহে স্কাই জুয়েলার্সের মার্সিডিস পুরস্কার জিতে নেন মোহাম্মদ আবদুর রাজ্জাক নামের এক বাংলাদেশি।

 


মন্তব্য