kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

এম, আবদুল মন্নান, আমিরাত থেকে:   

১৮ মার্চ, ২০১৬ ১৪:৫৪আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদের নেতৃবৃন্দের সাথে জন্মদিনের কেক কেটে উৎসবের অংশ নেয় প্রবাসী শিশুরা। গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে  আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় এক হোটেলে।

বক্তারা বলেন, প্রবাসী শিশুরা দেশের সংস্কৃতি ও ইতিহাস শিক্ষা থেকে বঞ্চিত। জাতীয় শিশু দিবসটি তাদের কাছে দেশের ইতিহাস ও শিক্ষা দিবস হিসেবে কাজ করবে। বঙ্গবন্ধুর দেখানো পথে সবাইকে এগিয়ে এসে সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার বিকল্প নেই। তার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তশালী করার জন্য দেশবাসী সাথে প্রবাসীদের অংশ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

এই সময় সিনিয়র সহসভাপতি এমরাদ হোসেন ইমু, শওকত আকবর, মহিউদ্দিন, মনিরুল ইসলাম, গোলাম কাদের ইফতি, আলাউদ্দিন, তওহিদুল ইসলাম ফিরুজ, রফিকুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য করেন।

 


মন্তব্য