kalerkantho


হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুধাবিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

এম আবদুল মন্নান, সংযুক্ত আরব আমিরাত   

১৮ মার্চ, ২০১৬ ১৪:৩৪হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুধাবিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোসাফফাহতে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের হাটহাজারীর নজু মিয়া হাটের মরহুম আমির আহমদের ছেলে নুরুল ইসলাম চৌধুরী (৪৫)।

জানা যায়, গতকাল মোহাম্মদ নুরুল ইসলাম ৬ নম্বর মোচ্ছাফ্ফার নিজের অংশীদারী আল বাজ অটো ইলেকট্রিক শপে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা অবধি ঘুম থেকে না উঠলে দোকানের অন্য কর্মচারী তাকে সন্ধ্যা ৬টার দিকে উঠাতে গিয়ে দেখে তিনি মারা গেছেন। পরে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়। তার মরদেহ এখন আবুধাবির শেখ খলিফা হাসপাতালের মর্গে আছে।

তাঁর প্রতিবেশী পার্শ্ববতী দোকানের মালিক মোহাম্মদ ফারুক (হাটহাজারীর মদুনাঘাট অধিবাসী) জানান, সদা হাস্যময় নুরুল ইসলাম ২ সন্তানের জনক। তিনি দীর্ঘ ২০ বছর আমিরাতে থাকলেও বিগত ৬ বছর ধরে এ দোকানে অংশীদারের ভিত্তিতে কাজ করে যাচ্ছিলেন।


মন্তব্য