kalerkantho


লন্ডনে কূটনৈতিক ফোরামের সদস্য নির্বাচিত হলেন নাদিম

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৬ ১৭:৪৪লন্ডনে কূটনৈতিক ফোরামের সদস্য নির্বাচিত হলেন নাদিম

যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নাদিম কাদির লন্ডনস্থ ডিপ্লোমেটিক প্রেস এ্যাটাচেস এসোসিয়েশনের (ডিপিএএএল) লিয়াজো কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
বুধবার যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘এই প্রথমবারের মত বাংলাদেশী কোন কূটনীতিক ডিপিএএএল-এর সদস্য হলেন।’
লন্ডনে বিদেশী কূটনীতিকদের এই সংগঠনের নির্বাচনে নাদিম তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। ডিপিএএএল মূলত বিভিন্ন দেশের দূতাবাসের প্রেস কর্মকর্তাদের একটি কমন নেটওয়ার্ক ফোরাম।যার মুল উদ্দেশ্য হলো-বিট্রিশ সংবাদ মাধ্যমে দূতবাসসমূহের সংবাদ প্রচার।
জাতিসংঘ ড্যাগ হ্যামারসজোল্ড ফেলো প্রাপ্ত সাংবাদিক নাদিম কাদির দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।
২০১৫ সালের মে মাসে তিনি লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন।


মন্তব্য