kalerkantho


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৬ ২০:৫৬সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- আবু আল মাহমুদ (টাঙ্গাইল), সোহেল মিয়া (কিশোরগঞ্জ), নজরুল ইসলাম (টাঙ্গাইল), এরশাদ আলী (নবাবগঞ্জ, ঢাকা) ও মোহাম্মদ আলী (টাঙ্গাইল)। আহত দুইজন হলেন- নান্নু মিয়া ও আবদুল খালেক। সৌদি আরবের স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত দ্বিতীয় সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান শনিবার রাতে বলেন, একটি মিনিবাসে করে এসব বাংলাদেশিকর্মী শনিবার সকালে তাদের কর্মস্থলে যাওয়ার পথে ওলাইয়া স্থানে পিছন দিক থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ স্থানীয় সেমনি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদেরও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 


মন্তব্য