kalerkantho

গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা

বুধবার দেশব্যাপী বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   

২৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা থেকে সরে আসার দাবিতে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রবিবার জোটের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, বুধবার দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদ জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ‘দেশের গ্যাস বিতরণ ও সঞ্চালন কম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকার পরও দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। স্থলভাগ ও সমুদ্রবক্ষের গ্যাস অনুসন্ধান-উত্তোলনে কার্যকর উদ্যোগ না নিয়ে, গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে এলএনজি আমদানির অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে।’

 

মন্তব্য