kalerkantho

পুরান ঢাকায় ফের ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক   

২৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুরান ঢাকার লালবাগের শহীদনগর আমলীগোলা এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি চুড়ির কারখানাসহ অর্ধশতাধিক দোকানপাট পুড়ে গেছে। গতকাল শনিবার রাত পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কোন স্থাপনায় প্রথম আগুন লাগে, তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানায়, ঘটনাস্থলে ইট, বাঁশ, কাঠ আর টিনের তৈরি ছোট ছোট চুরির কারখানা ছিল। চুরি উৎপাদনের জন্য কারখানাগুলোয় গ্যাস সংযোগ ছিল। আশপাশে কাগজের গুদামসহ বিভিন্ন ধরনের দোকানপাট ছিল। ঘটনার সময় কারখানাগুলোয় শ্রমিক উপস্থিত থাকলেও তারা নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়। তবে আগুন লাগার পরপরই আশপাশের আবাসিক ভবনের বাসিন্দাদের মধ্যে আগুন আতঙ্ক বিরাজ করে। সেখানকার মানুষজন আগুনের পরপরই নিরাপদ স্থানে ছুটতে থাকে। এ সময় হুরোহুরিতে কয়েকজন সামান্য আহত হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানিয়েছেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে সরুগলির কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। তাছাড়া আগুন লাগার পর পর স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় করে। এর পরও এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

 

 

মন্তব্য