kalerkantho

গাজীপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০ কোটি টাকার পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়ে কাস্টমস বন্ড কমিশনারেট ১০ কোটি টাকার অবৈধ মাল জব্দ করেছে। এসব মাল মিথ্যা তথ্যের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে সৌদি আরব, কাতার, থাইল্যান্ড, তাইওয়ানসহ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয়েছিল বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেয় ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের একাধিক প্রিভেন্টিভ দল, সিআইডি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকার একটি ওয়্যারহাউস গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সৌদি আরব, কাতার, থাইল্যান্ড, তাইওয়ানসহ কয়েকটি দেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ পিপি দানা, এলডিপিই, এলএলডিপিই, পলিস্টাইরিন, অ্যাডহেসিভ টেপ, কোন, গাম টেপ, বিওপিপি ফিল্ম প্রভৃতির মজুদ পাওয়া যায়। এসব পণ্য বন্ড সুবিধায় আমদানি করে অবৈধভাবে অপসারণের মাধ্যমে চোরাই পথে খোলাবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।

 

মন্তব্য